আইকোনিক ফোকাস ডেস্কঃ দলবদলের বাজারেক্ষমতা এখন দুজনই সবার লক্ষ্য-কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হরলান্ড। অবিশ্বাস্য গোল করার র কারণে ‘সাইবর্গ’ নাম পেয়ে যাওয়া হরলান্ডের প্রতি আগ্রহের শুরুটা ২০২০ সাল থেকে। আর ইউরোপের পরাশক্তিদের লোলুপ দৃষ্টি ২০১৭ সাল থেকেই গায়ে মাখছেন কিলিয়ান এমবাপ্পে। মোনাকোতে যখন ছিলেন, তখনই তাঁকে পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে পিএসজিতে যাওয়ার পরও রিয়াল হাল ছাড়েনি। প্রতি দলবদলেই তাঁকে পাওয়ার চেষ্টা করেছে দলটি। এরই মধ্যে দৌড়ে এসে গেছে লিভারপুল। অল রেড কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে বেশ কয়েকবার কথাও বলেছেন এমবাপ্পে। ইদানীং ম্যানচেস্টার সিটিও নেমেছে দৌড়ে। আগামী মৌসুমে তাঁকে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে সিটি-এমন কথা শোনা যাচ্ছে। আগামী দলবদলে কী হবে, সেটা ভবিষ্যৎই বলে দেবে। তবে গত দলবদলে এমবাপ্পে শুধু এক ক্লাবেই মনপ্রাণ দিয়ে রেখেছিলেন, সেটি রিয়াল মাদ্রিদ।