এক নজরে দেখে নিন এশিয়া কাপের সূচি

আইকোনিক ফোকাস ডেস্কঃ আর একদিন পরই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে ভারত রাজি না হওয়ায় ‘হাইব্রিড মডেলে’ যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান-শ্রীলঙ্কা। ৩০ আগস্ট বুধবার পাকিস্তান বনাম নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর।

এশিয়া কাপের ১৬তম আসরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তানের মাটিতে ৪টি ও শ্রীলঙ্কার মাটিতে হবে ৯টি ম্যাচ। গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলঙ্কার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

আরো পড়ুনঃভারত-পাকিস্তান ম্যাচে খেলছে না রাহুল

গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সাথে থাকছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে।

এই পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

দেখে নিন এশিয়া কাপের সূচি :

গ্রুপ পর্ব
তারিখম্যাচভেন্যু
৩০ আগস্টপাকিস্তান- নেপালমুলতান
৩১ আগস্টবাংলাদেশ- শ্রীলঙ্কাক্যান্ডি
২ সেপ্টেম্বর  পাকিস্তান- ভারতক্যান্ডি
৩ সেপ্টেম্বরবাংলাদেশ- আফগানিস্তানলাহোর
৪ সেপ্টেম্বরভারত- নেপালক্যান্ডি
৫ সেপ্টেম্বরআফগানিস্তান- শ্রীলঙ্কালাহোর
সুপার ফোর
৬ সেপ্টেম্বরএ১-বি২লাহোর
৯ সেপ্টেম্বরবি১-বি২কলম্বো
১০ সেপ্টেম্বরএ১-এ২কলম্বো
১২ সেপ্টেম্বরএ২-বি১কলম্বো
১৪ সেপ্টেম্বরএ১-বি১কলম্বো
১৫ সেপ্টেম্বরএ২-বি২,কলম্বো

Leave a Reply

Translate »