একবারেই উঠলো দেড় কোটি টাকার মাছ

ভারতের মহারাষ্ট্রের পালঘরের কয়েকজন মৎস্যজীবী সম্প্রতি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। গভীর সমুদ্রে বিভিন্ন মাছের পাশাপাশি এসব জেলে পেয়েছেন ১৫৭টি ঘোল মাছ। মাছগুলোই বদলে দিল এসব মৎস্যজীবীদের জীবন। মাছগুলো বিক্রি হয়েছে এক কোটি ৩৩ লাখ টাকায়।

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় হারবা দেবী থেকে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন চন্দ্রকান্ত তারে। আট জন সহকর্মীকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সেই যাত্রাতেই তাদের জালে জড়িয়েছে দুর্মূল্য এসব মাছ। তারপর পালঘরের মুরবে এলাকায় নিলামে তোলা হয় মাছগুলো। সেখানেই উত্তরপ্রদেশ এবং বিহারের ব্যবসায়ীরা কিনেছেন এ মাছ।

ঘোল মাছ ‘সি গোল্ড’ নামেও পরিচিত। এর বিজ্ঞানসম্মত নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। এ মাছের প্রত্যেকটি অংশ ওষুধ এবং প্রসাধন তৈরির কাজে ব্যবহত হয়। ওষুধ, প্রসাধন, দেহের সঙ্গে মিশে যাওয়া সেলাইয়ের সুতো-সহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করা হয় এ মাছ। হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানে এ মাছের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু দূষণের জন্য অনেক কমে গেছে ঘোল মাছ। তা পেতেই ভাগ্য ফিরতে চলেছে ওই জেলেদের।

Leave a Reply

Translate »