একজন নারীর কাছে মুক্তা কখনও বেশি হতে পারে না

আইকোনিক ফোকাস ডেস্কঃ এ প্রজন্মের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। বর্তমানে ক্যারিয়ার, সংসার, স্বামী-সন্তানকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি। ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও বেশ সচেতন ও রুচিশীল এই নায়িকা।

 

সোমবার (১ মে) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসে ‘মেট গালা ২০২৩’-এর আসর। বিশ্বের অন্যতম বড় এই ফ্যাশন ইভেন্টেই লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন আলিয়া। মুক্তা বসানো সাদা গাউনে রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ইভেন্টের কয়েকটি ছবি শেয়ার করেছেন আলিয়া। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যা দেখে খাঁটি মনে হয় এবং গর্বের সঙ্গে বলছি, এই পোশাকটি ভারতেই তৈরি করা হয়েছে।

 

এতে ব্যবহার করা হয়েছে এক লাখ মুক্তা। আর এটি তৈরি করেছেন প্রবাল গুরুং। আমার প্রথম মেট গালায় তার তৈরি করা পোশাক পরতে পেরে আমি ভীষণ গর্বিত। একজন নারীর কাছে মুক্তা কখনও বেশি হতে পারে না।

Leave a Reply

Translate »