আম সন্দেশ বানানোর উপায়

আইকোনিক ফোকাস ডেস্কঃ আমের মৌসুম শেষ হয়নি। এই অবরুদ্ধকালে ঘরে বসে নানা নিরীক্ষায় মন ভালো রাখতে ব্যস্ত নগরবাসী ট্রাই করে দেখতে পারেন স্বাদকোরক উদ্বেল করা একেবারে দেশি এই মিষ্টান্ন।

 

 

প্রথমে আম পিউরি করে নিতে হবে। এ জন্য ৪–৫টি খুব মিষ্টি পাকা আম চটকে নিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এরপর প্যানে ব্লেন্ড করা আম আর ২ টেবিল চামচ চিনি দিয়ে জ্বাল দিতে হবে। পানি শুকিয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে। তাহলেই পিউরি রেডি।

 

 

প্যানে ছানা দিয়ে একটু নেড়ে নিতে হবে। এরপর চিনি আর আম পিউরি মিশিয়ে নাড়তে হবে। ছানা কিছুটা ঘন হয়ে এলে গুঁড়া দুধ দিতে হবে। ছানার পানি শুকিয়ে প্যান থেকে ছেড়ে এলে নামিয়ে ঘি মাখানো মোল্ডে ঢালতে হবে। ওপরে পছন্দমতো বাদামকুচি দিয়ে সেট করে নিতে হবে। ঠান্ডা হয়ে স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে ২ ঘণ্টা রেখে সেট করে নিয়ে পছন্দমতো আকারে কেটে নিতে হবে। ব্যস হয়ে গেল নয়ন আর জিব মনোহরা আম সন্দেশ।

Leave a Reply

Translate »