আজকের দিনেই পৃথিবীতে এসেছিলেন শাবানা

আইকোনিক ফোকাস ডেস্কঃ  ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা অভিনয় থেকে বিদায় নিয়েছেন ২৩ বছর আগে। তবে তিনি অভিনয় দিয়ে আজও গেঁথে আছেন কোটি কোটি বাঙালির হৃদয়ে। দেশে না থাকলেও প্রায়ই সময় ভক্তরা শ্রদ্ধাভরে স্মরণ করেন গুণী এই অভিনেত্রীকে। আজ তার জন্মদিন।

 

১৯৫২ সালের এ দিনে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন শাবানা। তার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্মা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব বেশি এগোতে পারেননি অভিনেত্রী। ঢাকার গেন্ডারিয়া হাইস্কুলে ভর্তি হলেও কিছুদিন পর স্কুল ত্যাগ করেন তিনি।

 

মাত্র আট বছর বয়সে সিনেমায় নাম লেখান শাবানা। এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ নামের ছবিতে তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেন। এরপর ‘চকোরী’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। বাংলা ও উর্দু ভাষায় নির্মিত ‘চকোরী’ ছবি ব্যবসা সফল হয়। এরপর থেকে শাবানাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

 

তিন যুগের অভিনয়জীবনে শাবানা অভিনীত সিনেমার সংখ্যা ২৯৯টি। ক্যারিয়ারে নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসীম, সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে শাবানা উপহার দেন জনপ্রিয় অনেক ছবি।

Leave a Reply

Translate »