আইকোনিক ফোকাস ডেস্কঃ এশিয়া কাপের ষোড়শ আসরের পর্দা উঠেছে বুধবার (৩০ আগস্ট)। বিশ্বকাপের ‘রিহার্সেল প্রোগ্রাম’ এই টুর্নামেন্টটি দিয়েই বিশ্বকাপের দলগুলো শেষবারের মতো যাচাই-বাছাই করে নিচ্ছে নিজেদের। যে কারণে পুরো বিশ্বের বাড়তি নজর রয়েছে এই টুর্নামেন্টটিতে।
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইতে চোখ রয়েছে আইসিসিরও। ছয় দেশের এই টুর্নামেন্টকে নিয়ে পৃথকভাবে বিশেষ আয়োজন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ১৩ ম্যাচের এশিয়া কাপে আলো ছড়াতে পারেন এমন ছয় ক্রিকেটারকে নির্বাচন করেছে আইসিসি। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ।
আরো পড়ুনঃভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দেখা গেলো শঙ্কা
এশিয়া কাপে অংশ নেওয়া ছয় দেশের ছয় ক্রিকেটারকে নির্বাচন করেছে আইসিসি। সেই তালিকায় পাঁচজনই বোলার। একমাত্র ব্যাটার হিসেবে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।
তালিকায় জায়গা করে নেওয়া পেসাররা হলেন বাংলাদেশের তাসকিন আহমেদ, ভারতের জশপ্রিত বুমরাহ, শ্রীলঙ্কার মহেশ থিকসানা।
সাম্প্রতিকসময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাসকিন। বিশেষ করে গত দুই বছরের পারফরম্যান্স ডানহাতি এই পেসারকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। হোম-অ্যাওয়ে উভয় কন্ডিশনেই তিনি দেখিয়ে আসছেন নিজের পারফরম্যান্স। আর সেটি দিয়েই দলের পেস ইউনিটের ভরসার জায়গা হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন ডানহাতি এই পেসার।
এ ছাড়া এই তালিকায় জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের রাশিদ খান ও নেপালের গুলশান ঝা।