আইকোনিক ফোকাস ডেস্কঃ লাসিথ মালিঙ্গা ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বেশ দাপটের সাথে খেলেছেন । তবে বয়সের বাস্তবতায় ২০২১ সালে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন ডানহাতি এই পেসার।
এবার নিজের পুরোনো ঠিকানায় ফিরলেন মালিঙ্গা। মুম্বাইয়ের দলটির পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে তাকে।
আরো পড়ুনঃইতিহাস গড়ল আরব আমিরাত ক্রিকেট দল
আইপিএলে মুম্বাইয়ের কোচিং স্টাফে মালিঙ্গার যাত্রা এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে দলটির মেন্টর হিসেবে কাজ করেছিলেন তিনি। তবে গেল দুই মৌসুম রাজস্থান রয়্যালসের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
খেলোয়াড়ি জীবনে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৩৯টি ম্যাচ খেলেছেন মালিঙ্গা। যেখানে ৭.১২ ইকোনমি রেটে ১৯৫ উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে ১৭০ উইকেট পেয়েছেন আইপিএলে, বাকিগুলো চ্যাম্পিয়ন্স লিগে।
টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা মালিঙ্গা বাংলাদেশের বিপিএলেও মাঠ মাতিয়েছেন। ২০১৭ সালে রংপুর রাইডার্সের জার্সিতে খেলার পর খুলনা টাইটান্সের হয়ে ২০১৯ সালে খেলেন তারকা এই পেসার।