দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না।
তিনি জানান, দীর্ঘদিন ধরে মামুন ভাই পেট ব্যথায় ভুগছিলেন। পেটের ব্যথা চরম আকার ধারণ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে আলসার ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এজাজ মুন্না জানান, আরও কিছু রিপোর্ট এখনো বাকি রয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই।
চিকিৎসকরা জানিয়েছেন তেমন কোনো জটিল সমস্যা নেই। আমরা আশা করছি আর কয়েকদিন পরেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন।’
নাট্যজন মামুনুর রশীদ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ। তিনি টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি একুশে পদকেও ভূষিত হন।