‘অশ্লীলতা’ নিয়ে ভিন্ন মত তমা মির্জা

আইকোনিক ফোকাস ডেস্কঃ বর্তমানে হলে গিয়ে সিনেমা দেখার চেয়ে ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মেই পছন্দের সিরিজ বা সিনেমা দেখেন বেশির ভাগ দর্শক। এদিকে দেশীয় ওটিটিগুলোতে এখন অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন অনেকেই।

তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা। তিনি জানান, মূলত গল্পের প্রয়োজনে যেটা যতটুকু দরকার, ততটুকুই স্ক্রিনে রাখা হয়।

আরও পড়ুনঃ এবার অভিনয়ে আসছে ফারুকী

নায়িকা বলেন, আমরা সবসময় আক্ষেপ করেছি আমাদের কাজগুলো ইন্টারন্যাশনাল লেভেলের কেন হয় না, এ নিয়ে। এখন বিদেশি দর্শকদের কথা মাথায় রেখেই আমাদের ওটিটিতে কাজ হচ্ছে। আবার সেখানে আমাদের দেশীয় গল্পও তুলে ধরা হচ্ছে।

তমা আরও বলেন, আসলে কোনটা অশ্লীল বা অশালীন, এটা যার যার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। চরিত্রে আর গল্পের খাতিরে আমাদের যতটুকু করতে হয় আমরা করি। দর্শকদেরও উচিত বিষয়গুলোকে গল্পের আনুসাঙ্গিক বিষয় হিসাবেই দেখা।

Leave a Reply

Translate »