অর্জুন কাপুর নিজের অতিরিক্ত ওজন কে যে ভাবে বিদায় দিয়েছিলেন  

আইকোনিক ফোকাস ডেস্কঃ ওজন নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ কমই আছে। পেশা যদি হয় তারকা তখনতো কোনও কথাই নেই। কারণ তারকাদের সবসময় ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। অতিরিক্ত মেদ অথবা ভুড়ি তারকাদের কখনোই কাম্য নয়। সিনেমা জগতে আসতে হলে অবশ্যই অতিরিক্ত ওজনিকে বিদায় দিয়েই আসতে হয়।

 

এমনই একজন বলিউড তারকা অর্জুন কাপুর। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক হিসেবে পরিচিত তিনি। জিম থেকে ডায়েট সবখানেই কড়া নজর থাকে তার। সিনেমা জগতে যোগ দেওয়ার আগে অর্জুনের ওজন ছিল ১০০ কেজির ওপর। সালমান খানের তত্ত্বাবধানে সে সময় ৫০ কেজি ওজন ঝরান অভিনেতা।

 

অর্জুন তার সকাল শুরু করেন এগ মুশ দিয়ে। যাতে রয়েছে ২৯০ ক্যালোরি। আর ঠিক ১০টা ৩০ মিনেট পর জিমে যান। সেখানে দেড় ঘণ্টা স্কিপিং, বক্সিং, পুশ আপ, ওয়েট লিফটিং, প্লাঙ্কস করেন ও ট্রেডমিলে দৌঁড়ান।

 

লাঞ্চ করেন দুপুর দেড়টায়। যাতে থাকে প্রায় ৩৮৮ ক্যালোরি। এরপর ২-৫টার মধ্যে সেরে নেন নিজের সমস্ত ওয়ার্ক মিট। এরপর ঠিক বিকেল ৫টয় খান সান্ধ্য নাস্তা হিসেবে লো কার্ব টার্কি সুশি, যাতে রয়েছে ১৯১ ক্যালোরি। এরপর ৬-৮টা ফের জিমে গিয়ে ঘাম ঝরান অর্জুন। এসময়ে লো ইনটেনসিটি এক্সারসাইজ করেন। তারপর রাতের ডিনারে থাকে টার্কিশ কেবাব।

Leave a Reply

Translate »