অভিনয় করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছেঃ বিদ্যা সিনহা মিম

আইকোনিক ফোকাস ডেস্কঃ সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন নায়িকা বিদ্যা সিনহা মিম। ঢাকাই সিনেমার এই সুহাসিনী নায়িকাকে কেন্দ্র করেই নানান ঘটনায় এগিয়ে যায় কাহিনি।

গুণী এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, দেশের নানান প্রান্তে হলে গিয়ে দর্শকদের সঙ্গে সিনেমা দেখছেন। অভিজ্ঞতা কেমন? মিম বলেন, ‘একজন ভদ্র মহিলা এসে বলল, আমি আমার মাকে নিয়ে এসেছি। বলতে গেলে প্রায় ৭-৮ বছর পরে ছবি দেখতে আসছে হলে। পরে আমাকে দেখে বলল, মা তোমার সিনেমাটা আমি দেখেছি, আমার অনেক ভালো লাগছে। এই বলে ভদ্র মহিলা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। এটা আসলে আমার জন্য অনেক একটা বড় পাওয়া। শুধু তাই নয়, একটা ফ্যামেলি দেখলাম যে, তারা বাচ্চাসহ সবাই মিলে সিনেমা দেখতে এসেছে।

আবার অন্য আরেক হলে দর্শকের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে আমাকে একজন বলছে যে, আপু কেন আপনি এই কাজটা করতে গেলেন, মানে আমার চরিত্রটি নিয়ে বলছে। এই যে কথাটা বলল, সেটা আমার খুব ভালো লাগছে। কারণ, সে আসলে সিনেমা দেখে গল্পে এমনভাবে ঢুকেছে। এটা আসলে আমার খুব বেশি পাওয়া।

এই চরিত্রে অভিনয় করতে গিয়ে কেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে? এ প্রসঙ্গে মিম বলেন, ‘সত্যি বলতে খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। কারণ আমার এই একটা চরিত্রের মধ্যে তিনটি ধরণ আছে। প্রথমে এক রকম, মাঝে অন্য রকম ও শেষে গিয়ে ভিন্ন রকম। রাফি ভাই আসলে খুব সহযোগিতা করেছে এই সিনেমাটিতে। টিমের একটা মিটিং হয়, যেটাকে আমরা গ্রুমিং বলে থাকি। কোন চরিত্রটা কেমন হবে? কিভাবে দেখা যাবে। এসব নিয়ে শুটিংয়ে অনেক প্লানিং হয়েছে।

Leave a Reply

Translate »