আইকোনিক ফোকাস ডেস্কঃ নিষিদ্ধ ড্রাগ গ্রহণের অভিযোগে বড় শাস্তি পেলেন পল পগবা। চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা। এ নিষেধাজ্ঞা ক্লাব এবং জাতীয় দল সব ধরনের ফুটবলে বলবৎ থাকবে। এর ফলে ২০২৭ সাল পর্যন্ত ফুটবল খেলতে পারবেন না জুভেন্টাস ফরোয়ার্ড।
তখন তাঁর বয়স হবে ৩৩ বছর। এই রায়ের বিরুদ্ধে অবশ্য আপিল করার সুযোগ পাবেন পগবা। ফরাসি তারকা আপিল করবেন বলেও জানিয়েছে বিবিসি।
গত বছরের ২০ আগস্ট জুভেন্টাস ও উদিনেসের ম্যাচের পর দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া নমুনা পরীক্ষা করা হয় পগবার।
আরও পড়ুনঃনতুন রেকর্ড আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন নামিবিয়ার লফটি-ইটনের
বদলি খেলোয়াড়ের তালিকায় নাম থাকলেও ওই ম্যাচে খেলেননি তিনি। পরীক্ষায় ৩০ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ডের নমুনায় নিষিদ্ধ টেস্টোস্টেরোনের উপস্থিতি পাওয়া যায়। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তখন তাঁকে সাময়িক নিষিদ্ধ করা হয়। অক্টোবরে দ্বিতীয় নমুনার পরীক্ষার ফলও আসে পজিটিভ।
পগবার চার বছরের নিষেধাজ্ঞা চেয়ে ইতালির অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনালে আবেদন করে দেশটির অ্যান্টি-ডোপিং প্রসিকিউটর কার্যালয়। আদালত তা গ্রহণ করে চার বছরের জন্য নিষিদ্ধ করেছেন পগবাকে।
ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় বছর কাটিয়ে ২০২২ সালে জুভেন্টাসে দ্বিতীয় মেয়াদে ফিরেছিলেন পগবা। ২০২৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে অন্যতম সদস্য ছিলেন পগবা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে ফ্রান্সের হয়ে গোলও করেছিলেন তিনি।