আইকোনিক ফোকাস ডেস্কঃ বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। এই দলে জায়গা করে নিয়েছেন তিন নতুন মুখ; কাজেম কিরমানি শাহ, রাব্বি হোসেন রাহুল ও তাজ উদ্দিন। এ ছাড়া দলে ফিরেছেন তপু বর্মণ ও আনিসুর রহমান জিকো।
পুলিশ এফসিতে খেলা মিডফিল্ডার কাজেম সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে।
চলতি লিগে ৯ ম্যাচেই খেলেছেন তিনি। করেছেন একটি গোল। লিগে ৯ ম্যাচে ৫ গোল করে জায়গা করে নিয়েছেন ১৭ বছরের রাব্বি হোসেন রাহুল। ব্রাদার্স ইউনিয়ন কোনো ম্যাচ না জিতলেও রাহুল দেখিয়েছেন নিজের দক্ষতা।
আরও পড়ুনঃ আর্চারিতে এশিয়া কাপ ব্রোঞ্জ জয় বাংলাদেশের
জাতীয় দলে নিয়মিত খেলা সাদ্দ উদ্দিনের ছোট ভাই তাজ উদ্দিন এবারই প্রথম ডাক পেয়েছেন। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে রাইট ব্যাক পজিশনে খেলেছেন তিনি।
শৃঙ্খলাজনিত কাণ্ডে নিষেধাজ্ঞায় থাকায় বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপ, অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য আনিসুর রহমান জিকো ও তপু বর্মণকে জাতীয় দলে ডাকেননি হাভিয়ের কাবরেরা। অবশেষে ফিরেছেন এই দুই অভিজ্ঞ ফুটবলার।
প্রাথমিক দলে আবারও ফিরেছেন মোহামেডানের উইঙ্গার শাহরিয়ার ইমন। তবে চোটের কারণে দলে নেই শেখ মোরসালিন ও তারিক কাজী।
আগামী ২ মার্চ সৌদি আরবে উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে ১৫ দিন ক্যাম্পের পর সরাসরি চলে যাবে কুয়েতে। ২১ মার্চ কুয়েতে হবে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ।
আর ২৬ মার্চ ঢাকার কিংস অ্যারেনায় হবে ফিরতি লেগের ম্যাচ। আর লিগে তেমন সুযোগ না পাওয়ায় জায়গা হারিয়েছেন উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম।