অল্প বয়সে পাকা চুল নিয়ে নাজেহাল অবস্থা

আইকোনিক ফোকাস ডেস্কঃ সাম্প্রতিক সময়ে অনেকেই পাকা চুলের সমস্যায় জর্জরিত। আর এই সমস্যাকে বাগে আনতে নানা ভাবে চেষ্টাও চালান সবাই। কিন্তু হাজারও চেষ্টার পরেও যখন কোনও উপকার মেলে না, তখন গ্রাস করে একরাশ হতাশা। কারণ অল্প বয়সে মাথা ভর্তি পাকা চুল দেখে মন খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক! তাছাড়া বারবার নানা রাসায়নিক মেশানো হেয়ার ডাই ব্যবহার করলে যে চুলেরও ক্ষতি হবে, তা তো বালই বাহুল্য!

তাই তো আজ এই প্রবন্ধে হেনা ও আমলকীর এমন একটি হেয়ার প্যাকের সন্ধান দেওয়া হল, যেটি চুলের অকাল পক্কতা নিয়ন্ত্রণ আনতে সিদ্ধহস্ত। সেই সঙ্গে চুলের আরও অনেক সমস্যাকেও তুড়িতে ওড়াবে এই হেয়ার প্যাক!

পাকা চুল কালো করার জন্যে যেসব প্রাকৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছে হেনা। তাই তো চুলে রং করার জন্যে এই উপাদানটি ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞদের একাংশ।

আসলে হেনায় প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলের সন্ধান মেলে, যা চুলের সুস্বাস্থ্য ধরে রাখতে নানা ভাবে সাহায্য করবে। এদিকে এতে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট স্ক্যাল্পের অন্দরে জমে থাকা টক্সিন বের করে দেবে। ফলে চুলের জেল্লা ফিরতে সময় লাগবে না।

আরও কড়ুনঃ চোখের পাতা কাঁপার কারন ও সমাধান জেনে নিন।

আমলকীও চুলের জন্যে উপকারী ভূমিকা পালন করবে। এই ফলে উপস্থিত ভিটামিন সি স্ক্যাল্পের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়াবে। ফলে চুলের জেল্লা তো বাড়বেই, সেই সঙ্গে অন্য়ান্য হেয়ার প্রবলেমও চলে আসবে নিয়ন্ত্রণে।

একটি পাত্রে টকদই নিয়ে ফেটিয়ে নিন। তারপর এই মিশ্রণে যোগ করুন হেনা এবং আমলকীর পাউডার। প্রতিটি উপকরণ সঠিক উপায়ে মেশানোর পরে একে একে যোগ করুন কারি পাতার গুঁড়ো, ভৃঙ্গরাজ পাউডার এবং নারকেল তেল। এবার একটি চামচের সাহায্যে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে বানিয়ে ফেলুন  মাস্ক।

Leave a Reply

Translate »