চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার অপকারিতা শুনলে চমকে যাবেন আপনি

আইকোনিক ফোকাস ডেস্কঃ চা এবং বিস্কুটের সম্পর্ক অনেকটা লায়লা-মজনুর মতো। তাই তো ধূমায়িত চায়ের কাপে চুমুক বসানোর সময় সঙ্গে বিস্কুট থাকা চাই-ই চাই। নইলে যে চায়ের স্বাদটাই পানসে লাগে। সব থেকেও কিছু একটা না থাকার অনুভূতি দোলা দেয় মনের অলিন্দে।

মুশকিল হল, আজকাল অনেক সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ আবার চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার এই রীতিকে অস্বাস্থ্যকর বলে দেগে দিচ্ছেন। তাঁদের কথায়, এই ভুলের ফাঁদে পা দিলে আদতে একাধিক বিপদের খপ্পরে পড়ার আশঙ্কা বাড়ে।

তবে কোনও ফেসবুক, ইনস্টা বিশেষজ্ঞের কথা শুনে তো আর চায়ের সঙ্গে বিস্কুটের বিচ্ছেদ করিয়ে দেওয়া উচিত হবে না। বরং এই বিষয়ে একজন বিশিষ্ট পুষ্টিবিদের পরামর্শ জেনে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। আর সেই উদ্দেশ্য নিয়েই আমরা যোগাযোগ কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ।  সঙ্গে। তিনিই আমাদের বিস্তারিত জানালেন, চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া আদৌ উচিত কিনা!

আরও পড়ুনঃ শীতকালে বেশি ক্ষুধা লাগে কেন?

এই প্রশ্নের উত্তরে শর্মিষ্ঠা রায় দত্ত জানালেন, আমরা সকলেই চা-টা খাওয়াও বিশ্বাসী। আর এই ‘টা’ হল বিস্কুট। তবে জানলে অবাক হয়ে যাবেন, আমাদের পরিচিত প্রায় সব বিস্কুটই শরীরের জন্য বেশ কিছুটা হলেও ক্ষতিকর। এমনকী এই খাবার নিয়মিত খেলে একাধিক জটিল সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কাও বাড়ে। তাই চায়ের সঙ্গে বিস্কুট না খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

এবার প্রশ্ন হল, বিস্কুটের এমন কী দোষ রয়েছে যার জন্য তা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন এই পুষ্টিবিদ? সেই উত্তর জানতে পড়ুন-

আমাদের অতি পরিচিত সব মুখোরোচক বিস্কুটে বেশ কিছুটা পরিমাণে ময়দা থাকে। আর এই ফাইবারবিহীন খাবার যে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, তা আর আলাদা করে বলতে হবে না নিশ্চয়ই।

শুধু তাই নয়, বিস্কুটের মতো বেকড প্রোডাক্ট তৈরির সময় বেশ কিছুটা পরিমাণে ফ্যাটও ব্যবহার করা হয়। আর এই উপাদান হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই সুস্থ থাকতে চাইলে বিস্কুট যতটা সম্ভব এড়িয়ে চলুন।

বেশিরভাগ বিস্কুটেই প্রচুর পরিমাণে মিষ্টি মেশানো থাকে। আর এই উপাদান রক্তে সুগার এবং ট্রাইগ্লিসারাইডস বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। এদিকে আবার সব নোনতা বিস্কুটে থাকে নুনের ভাণ্ডার। আর এই উপাদানের কারসাজিতেই বিপদসীমার উপরে চলে যায় ব্লাড প্রেশার। এইসব কারণেই মূলত চায়ের সঙ্গে বিস্কুট না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

শর্মিষ্ঠা রায় দত্তের কথায়, ক্রিম কেকার বিস্কুট সাধারণত আটা দিয়ে তৈরি হয়। তাই এতে ক্ষতির আশঙ্কা কিছুটা কম। তবে এই বিস্কুট তৈরির সময়ও কিন্তু ফ্যাট ব্যবহার করা হয় যা কিনা ওজন বাড়ানো। বৃদ্ধি সহ একাধিক জটিলতা বাঁধাতে পারে। তাই চায়ের সঙ্গে এই ধরনের বিস্কুটও এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এমনকী পুষ্টিবিদের পরামর্শ ছাড়া জিরো ক্যালোরি বিস্কুট এবং ডায়জেস্টিভ বিস্কুটও খাওয়া উচিত নয়।

চায়ের সঙ্গে যদি একান্তই কিছু খেতে হয়, তাহলে অল্প পরিমাণে মুড়ি বা চিঁড়ে খেতে পারেন। তাতেই গ্যাস-অ্যাসিডিটি সহ একাধিক সমস্যার ফাঁদ এড়িয়ে যেতে পারবেন। আর পকেটে সইলে খেতে পারেন মাখনা, রোস্টেড ছোলার মতো খাবারগুলিও। তাতে যেমন মন ভরবে, ঠিক তেমনই দেহে পুষ্টির ঘাটতিও মিটে যাবে।

Leave a Reply

Translate »