মৌরির ৭টি উপকারিতা !

আইকোনিক ফোকাস ডেস্কঃ রান্নাঘরে বিভিন্ন ধরনের মশলার মধ্যে অন্যতম একটি মৌরি। এ মশলাতেই লুকিয়ে আছে নানা রোগের সমাধান। তা কি আপনি জানেন?

নানা কারণে হঠাৎ অসুস্থতা আপনাকে ঘিরে ধরতে পারে প্রায়ই। সামান্য এ অসুস্থতায় অনেকেই ওষুধ না খেয়ে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ভেষজ উপাদানে ভরসা রাখেন। শরীরের সুস্থতা নিশ্চিতে দারুণ কাজ করা ভেষজ উপাদানগুলোর মধ্যে একটি মৌরী।

আমেরিকান হেলথ লাইন ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী আসুন জেনে নিই মৌরির কিছু উপকারী গুণের কথা-

১। যাদের বদ হজমের সমস্যা আছে তাদের জন্য মহৌষোধ মৌরী। এটি দেহের হজমপ্রক্রিয়া বাড়িয়ে তোলে।

২। কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক থেকে দূরে থাকতে মৌরি খাওয়ার অভ্যাস করতে পারেন।

৩। মৌরি প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন। একই সঙ্গে এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট।

৪। ওজন নিয়ন্ত্রণে রাখতে মৌরির ওপর ভরসা রাখতে পারেন।

আরও পড়ুন: লিচুর উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া !

৫।  ফাইবারে পরিপূর্ণ মৌরি এবং এর বীজ হার্টের সুরক্ষা তৈরি করতে পারে। উচ্চ কোলেস্টেরলের মতো নির্দিষ্ট হৃদরোগের ঝুঁকির কারণগুলো কমাতেও কাজ করে মৌরি।

৬। মৌরি ক্যানসারসহ দীর্ঘস্থায়ী কিছু রোগ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

৭। পিরিয়ডের ব্যথা, মেনোপজ, যৌনাঙ্গ চুলকানি-শুষ্কতা এমনকি ঘুমের ব্যাঘাত থেকে মুক্তি পেতে খেতে পারেন মৌরি।

Leave a Reply

Translate »