আইকোনিক ফোকাস ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ। মঙ্গলবার সকালে গণভবনে তিনি সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
গত রবিবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন অ্যামি পোপ।
আরও পড়ুনঃ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
আগামী ৯ মে পর্যন্ত বাংলাদেশে থাকবেন তিনি।
আইওএমের ৭৩ বছরের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক হিসেবে ২০২৩ সালের ১ অক্টোবর দায়িত্ব পান অ্যামি পোপ। এর আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন। এ ছাড়াও তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক উপদেষ্টা ছিলেন।