মহারাজের ওভারের চেয়ে বেশি বাজে ছিল বাংলাদেশের ব্যাটিং

আইকোনিক ফোকাস ডেস্কঃ ১১৪ রান তাড়ায় শেষ ওভারে গড়ায় ম্যাচের ভাগ্য। কেশব মহারাজের সে ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন পড়ে ১১ রান। নিউ ইয়র্কের মন্থর উইকেটে কাজটা খানিক কঠিন হলেও প্রোটিয়া স্পিনার ওভারটিতে ৩টি ফুলটস দেন। এই সুযোগও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।

সে ওভার থেকে আসে মোটে ৬ রান। বাংলাদেশ হারে ৪ রানে।

ম্যাচ শেষে স্টার স্পোর্টসের একটি আয়োজনে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার বাংলাদেশের ব্যাটিংকে কাঠগড়ায় তোলেন মহারাজের করা ওভারটি ছিল বাজে। দক্ষিণ আফ্রিকার ভাগ্য ভালো, বাংলাদেশের ব্যাটিং ছিল আরো বেশি বাজে।

মাঞ্জরেকারের মতে, শেষ ওভারে বল করতে এসে  ভীষণ চাপে ছিলেন মহারাজ। একটি ওয়াইডের সঙ্গে তিনটি ফুলটস দেন এই বাঁহাতি স্পিনার। মহারাজের করা একটি লো ফুল টসকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনের সীমানার কাছাকাছি এইডেন মারক্রামের তালুবন্দি হয়ে আউট হন মাহমুদ উল্লাহ। বাকি দুটি ফুল টসের সদ্ব্যবহার করতে ব্যর্থ হন জাকের আলী অনিক ও তাসকিন আহমেদ।

আরও পড়ুনঃ তীরে এসে তরী ডুবল বাংলাদেশের !

মাঞ্জরেকার  বলেন, ‘আমরা সবাই এটা নিয়ে কথা বলছি যে এই পিচ বোলারদের জন্য ভীষণ সহায়ক। এর (শেষ ওভারের) আগ পর্যন্ত মহারাজ পিচকে পুরোপুরি কাজে লাগিয়ে ব্যাটারদের জন্য (খেলাটা) কঠিন করে তুলেছিলেন। কিন্তু শেষ ওভারে তিনি পিচকে কাজে লাগাতে অনিচ্ছুক ছিলেন এবং ইয়র্কার লেংথের আশপাশে বল করতে শুরু করেন, যেখানে প্রথম বলটা ছিল ওয়াইড। তো অবশ্যই তিনি চাপটা অনুভব করছিলেন।

Leave a Reply

Translate »