শান্তর দাবি আইপিএলের মতো রান আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভব না

আইকোনিক ফোকাস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হারলেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জিতলেও এই সিরিজে বাংলাদেশের ব্যাটিং সন্তুষ্ট করতে পারেনি সমর্থকদের। কোনো ম্যাচেও বড় রান করতে পারেনি টাইগাররা। প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের স্ট্রাইক রেট নিয়েও। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট ও অফফর্ম নিয়ে একটু বেশিই দুশ্চিন্তায় সমর্থকরা।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক শান্ত বিজয়ী হলেও ব্যাটার শান্তকে অকৃতকার্য বলাই যায়। সিরিজের পাঁচ ম্যাচে ১৬.২০ গড়ে মাত্র ৮১ রান এসেছে শান্তর ব্যাট থেকে। স্ট্রাইক রেটও মাত্র ১০৩.৮৫! এমন পারফরম্যান্সের পর শান্তকে নিয়ে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক।


সিরিজ শেষে শান্ত জানিয়েছন, স্টাইক রেট নিয়ে বাংলাদেশে অনেক কথা হয়। স্ট্রাইক রেট বাড়াতে নিয়মিত ভালো উইকেটে খেলার তাগিদ দিয়েছেন টাইগার অধিনায়ক। সেই সঙ্গে চেয়েছেন সময়।


এ প্রসঙ্গে শান্ত বলেন, আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইক রেট, স্ট্রাইক রেট…কিন্তু জিনিসটা হলো যে আপনি যদি চিন্তা করেন আমরা সম্প্রতি ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সঙ্গে যে টি-টোয়েন্টি সিরিজটা খেললাম, ওটা ভালো উইকেটে খেলেছি। কিন্তু এই জিনিসটা সময় দিতে হবে।

আরও পড়ুনঃআগামীকাল বিশ্বকাপের দল ঘোষণা!!

লম্বা সময় ধরে ভালো উইকেটে খেললে তবেই খেলোয়াড়ের স্ট্রাইক রেট একসময় বাড়বে বলে মনে করেন শান্ত,  ‘আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলার শুরু করি, ছয় মাস, এক বছর, দুই বছর তারপর আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটে হলে হবে না, আমরা যে বিপিএলে খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপর আপনি এই পার্থক্যটা দেখতে পাবেন।


জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যখন রান করতে খাবি খাচ্ছে তখন পাশের দেশে আইপিএলে রানের বন্যা বয়ে যাচ্ছে। বোলারদের তুলোধুনো করে প্রায় প্রতি ম্যাচেই দুইশর বেশি রান করছে দলগুলো। তবে শান্ত মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে আইপিএলের মতো রানবন্যা সম্ভব নয়। বরং এখানে ১৬০-১৭০ রানই ভালো স্কোর বলে মনে করেন তিনি, ‘আমার তো মনে হয় না। কারণ আইপিএল যে উইকেটে হয়েছে..আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএলেও এরকম রান হয়েছে, ২০০ প্লাস, আড়াইশ রানও হয়েছে । কিন্তু আন্তর্জাতিকে আমি যতটুকু জানি ১৬০ থেকে ১৭৫-১৮০, ২০০ রান যদি কোনো দল করে এটা খুব ভালো স্কোর।


আইসিসির ইভেন্টগুলো বরাবরই স্পোর্টিং উইকেটে খেলা হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমন স্পোর্টিং উইকেটেই খেলা হবে। তাই শান্তর বিশ্বাস এবারের বিশ্বকাপেও গড়ে দলগুলো ১৬০-১৮০ রানের মধ্যে তুলবে। এই রানের মধ্যেই প্রতিপক্ষকে আটকাতে চান তিনি।


শান্ত বলেন,  ‘এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। আমার মনে হয় বিশ্বকাপে এরকমই রান হবে, ১৬০-৮০ এর মধ্যেই থাকবে ভালো উইকেটে। এর ভেতরই বোলারদের ডিফেন্ড করতে হবে বা রান চেজ করতে হবে। আইপিএলের সঙ্গে তুলনা করাটা আমার মনে হয় না কখনোই যৌক্তিকতা।

Leave a Reply

Translate »