আইকোনিক ফোকাস ডেস্কঃ মুসলমান হিসেবে ঈমানের দাবি অনুসারে প্রতিদিন প্রয়োজনীয় কিছু ইসলামী পরিভাষা ব্যবহার করতে হয়। নিম্নে অর্থসহ সেসব পরিভাষা উল্লেখ করা হলো—।
আলহামদুলিল্লাহ : আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। যেকোনো সুখবর বা ভালো অবস্থা সম্পর্কিত সংবাদের বিপরীতে সাধারণত এটি বলা হয়ে থাকে। যেমন—ভাই আপনি কেমন আছেন? জবাবে বলা উচিত, আলহামদুলিল্লাহ, ভালো আছি।
পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে বলতে হয়—‘আলহামদু লিল্লাহিল্লাজি বিনিয়মাতিহি তাতিম্মুস সালিহাত।
অপছন্দনীয় কিছু দেখলে বা শুনলে বলতে হয়—‘আলহামদু লিল্লাহি আলা কুল্লি হাল’।
অর্থ : যেকোনো অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। (সূত্র : তিরমিজি ও ইবনে মাজাহ)
ইনশাআল্লাহ : ইনশাআল্লাহ শব্দের অর্থ, মহান আল্লাহ যদি চান, তাহলে…।
ভবিষ্যতে হবে, ঘটবে বা করব—এমন বিষয়ে ইনশাআল্লাহ বলা সুন্নত। যেমন—ইনশাআল্লাহ, আমি আগামীকাল আপনার কাজটি করে দেব।
মাশাআল্লাহ : মাশাআল্লাহ শব্দের অর্থ, আল্লাহ যেমন চেয়েছেন। এটি আলহামদুলিল্লাহ শব্দের মতোই ব্যবহৃত হয়ে থাকে।
আরও পড়ুনঃ সকাল-সন্ধ্যা আল্লাহকে স্মরণ করার ফজিলত
তবে বিস্ময়কর কোনো কিছু দেখলে এই শব্দ বলা যায়। অর্থাৎ যেকোনো সুন্দর ও ভালো ব্যাপারে এটি বলা হয়। যেমন—মাশাআল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছ।
সুবহানাল্লাহ : সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র ও সুমহান। আশ্চর্যজনক ভালো কোনো কাজ হতে দেখলে সাধারণত এটি বলা হয়ে থাকে।
যেমন—সুবহানাল্লাহ! আগুনে পুরো ঘর পুড়ে গেলেও পবিত্র কোরআন অক্ষত আছে!
নাউজুবিল্লাহ : নাউজুবিল্লাহ শব্দের অর্থ হলো, আমরা মহান আল্লাহর কাছে এর থেকে আশ্রয় চাই। যেকোনো মন্দ ও গুনাহের কাজ দেখলে তার থেকে নিজেকে আত্মরক্ষার্থে এই শব্দ বলা হয়ে থাকে।
আসতাগফিরুল্লাহ : আসতাগফিরুল্লাহ শব্দের অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। অনাকাঙ্ক্ষিত কোনো অন্যায় বা গুনাহ হয়ে গেলে আমরা এটি বলব।
ইন্না লিল্লাহ বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন : এ বাক্যের অর্থ হলো, নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তাঁর দিকেই ফিরে যাব। যেকোনো দুঃসংবাদ বা বিপদের সময় ইন্না লিল্লাহ পড়ার কথা রয়েছে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ : বাক্যটির অর্থ হলো, মহান আল্লাহর সাহায্য ও সহায়তা ছাড়া আর কোনো আশ্রয় ও সাহায্য নেই।
শয়তানের দুরভিসন্ধিমূলক কোনো প্রতারণা বা তাড়না থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়।
দেখা হলে সালাম : কারো সঙ্গে দেখা হলে বলুন—আসসালামু আলাইকুম (আপনার ওপর শান্তি বর্ষিত হোক)
জাজাকাল্লাহ : কাউকে ধন্যবাদ জানাতে জাজাকাল্লাহ বলুন। অথবা আরো যোগ করুন—জাজাকাল্লাহু খায়রান (মহান আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন)
ফি আমানিল্লাহ : কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলুন—ফি আমানিল্লাহ (তোমাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম)।