সারাদেশের কারাগারে থাকা প্রায় ৮০ হাজার বন্দির জন্য টিকা চায় কারা কর্তৃপক্ষ। এরইমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিঠিও দিয়েছে তারা।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে প্রায় সাড়ে ৯ হাজার বন্দী। কিন্তু তাদের মধ্যে কেউই এখনও পায়নি করোনার টিকা।
কেন্দ্রীয় কারাগারের মত দেশের সব কারাগারের অবস্থা একই। সারা দেশে কারাগারে থাকা প্রায় ৮০ হাজার বন্দীর কেউই এখন পর্যন্ত পায়নি করোনার টিকা।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, ‘টিকা দেয়ার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছি। এটা আমাদের এখন খুই প্রয়োজন, আশা করছি আমরা টিকা পেয়ে যাব।’ তিনি আরও জানান, বন্দীদের মধ্যে থাকা প্রায় ১৫ হাজার সাজাপ্রাপ্ত কয়েদি অগ্রাধিকার পাবে টিকায়।
শিগগিরই টিকার ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশীদ আলম বলেন, ‘তাদের টিকা দেয়ার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তাদেরকে প্রায়োরিটি লিস্টে রাখা হয়েছে। সামনের লটের টিকা থেকেই তাদের জন্য টিকার ব্যবস্থা করা হবে।’
এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে বন্দিদের মধ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন খুবই নগন্য।