১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

আইকোনিক ফোকাস ডেস্কঃ প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (২১ আগস্ট) ত্রিশালের ফাতেমা নগর রেলওয়ে স্টেশনের মাস্টার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে লাইন মেরামত কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়।

জানা গেছে, রোববার (২০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ মুরগির ডিমের দাম এখন ৫০ টাকা হালি

এদিকে দুর্ঘটনার ফলে রাত ২টা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে আটকা পড়ে।

মাস্টার আলমগীর হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, দুর্ঘটনার পর একই দিন রাত পৌনে ১২টার দিকে সাতটি বগি নিয়ে ট্রেনের একটি অংশ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ছাড়া লাইনচ্যুত হওয়া তিটি বগি উদ্ধারের পর ট্রেনের বাকি ছয় বগিও সোমবার ভোর ৫টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Leave a Reply

Translate »