হেরে গেলেন নিগাররা

আইকোনিক ফোকাস ডেস্কঃ গতকাল রাত থেকেই সিলেটে বৃষ্টি। আজ সকালের দিকে বৃষ্টি থামলেও মেঘলা আবহাওয়ায় বৃষ্টির শঙ্কা তো ছিলই। সকালের এমন কন্ডিশনেই নারী এশিয়া কাপের ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে। বিসমাহ মারুফও টস–ভাগ্যের সুযোগটা নিয়েছেন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে।

পাকিস্তানি বোলিংয়ের দাপট এতটাই ছিল যে বাংলাদেশের মেয়েরা টেনেটুনে ৮ উইকেটে ৭০ রান করতে পেরেছেন। বোলিংটাও ভালো হয়নি বাংলাদেশের। ৭১ রানের লক্ষ্য পাকিস্তান ১২.২ ওভারে ১ উইকেট হারিয়েই টপকে যায়। ওপেনার সিদরা আমিন ৩৫ বল খেলে ৩৬ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ ম্যাচটা হেরেছে মূলত বাজে ব্যাটিংয়ের কারণে। ব্যাটিংয়ের সময় বাংলাদেশ ইনিংসে ব্যাটিং পাওয়ারপ্লে বলে যেন কিছুই ছিল না। প্রথম ৬ ওভারে এসেছে মাত্র ১২ রান, উইকেট হারিয়েছে ৩টি, যার মধ্যে ২টিই ছন্দে থাকা শামীমা সুলতানা ও ফারজানা হকের। দুজনই বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম স্তম্ভ।

Leave a Reply

Translate »