আইকোনিক ফোকাস ডেস্কঃ জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হিথ স্ট্রিক বেঁচে আছেন এবং খবরটি নিজেই জানিয়েছেন তিনি। স্ট্রিকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তারই সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গা।
নিজের টুইটারে স্ট্রিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে একটি পোস্ট দেন ওলোঙ্গা। ক্যাপশনে তিনি লেখেন, আমি নিশ্চিত করছি যে হিথ স্ট্রিকের মৃত্যুর সংবাদটি গুঞ্জন ছিল। আমি মাত্রই তার (স্ট্রিক) থেকে শুনলাম। থার্ড আম্পায়ার তাকে ফিরিয়ে এনেছে। সে বেঁচে আছে।
আরো পড়ুনঃবিশ্বকাপের আগেই ম্যাচ ফি বৃদ্ধি সাকিব তামিমদের
ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে স্বয়ং স্ট্রিককে উদ্ধৃত করে জানিয়েছে বেঁচে আছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার। নিজের মৃত্যুসংবাদ শুনে স্ট্রিক বলেন, যারা এই গুজব ছড়িয়েছে তাদের শাস্তি হওয়া দরকার। আমি বেঁচে আছি।
এর আগে বুধবার (২২ আগস্ট) সকালে ক্যানসারে আক্রান্ত হয়ে স্ট্রিক মারা গেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ে চারদিকে।
স্ট্রিকের মৃত্যুর সংবাদ শুনে শোকের ছায়া নেমে আসে ক্রিকেটাঙ্গনজুড়ে। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা একের পর এক দিতে থাকেন শোকবার্তা।
এই ওলোঙ্গাই স্ট্রিকের মৃত্যুসংবাদ জানিয়ে টুইট করেছিলেন।
সেই টুইটের কয়েক ঘণ্টা যেতে না যেতেই রিটুইট করে স্ট্রিকের মৃত্যুসংবাদকে গুজব হিসেবে অভিহিত করেন তিনি।