স্পর্শিয়ার ব্যবসার লাভের টাকা যে সব কর্মকান্ডে যাবে

আইকোনিক ফোকাস ডেস্কঃ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আজ (৮ ডিসেম্বর) তার জন্মদিন। বিশেষ এ দিনটিতে নিজের আরও একটি বিশেষ যাত্রার কথা জানালেন তিনি। ‘টাচ বাই স্পর্শিয়া’ নামে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেছেন। পাশাপাশি জানালেন, এই ব্র্যান্ডের প্রতিটি পোশাকের লভ্যাংশ থেকে ১০ শতাংশ অর্থ যাবে ‘আলোকিত স্কুল’ নামের এক ফাউন্ডেশনে। প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিশু, পথশিশুদের নিয়ে কাজ করে।

স্পর্শিয়া বলেন, টাচ বাই স্পর্শিয়া ব্যবসার উদ্দেশ্যেই গড়ে তুলেছি। আজ এটির আনুষ্ঠানিক যাত্রা করলেও অনেক আগেই এর কাজ শুরু হয়েছে। করোনার আগেই আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটটি চালু করার ইচ্ছে ছিল। সব সেভাবেই গুছিয়ে এনেছিলাম। কিন্তু করোনা এসে সব এলোমেলো করে দিল। দুই বছর পিছিয়ে পড়লাম। সব চড়াই-উৎরাই পার করে অবশেষে আমরা মানুষের কাছে পৌঁছতে পারছি। আশা করছি আমার ব্র্যান্ডের পোশাক মানুষের পছন্দ হবে।

রাজধানীর অদূরে আশুলিয়ায়র ওয়েডিং ক্যাফে নামের একটি মনোরম রেস্টুরেন্টে নিজের জন্মদিন উদযাপনের এ সময় আলোকিত শিশু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মিথুন দাস কাব্য উপস্থিত ছিলেন। তিনি স্পর্শিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আলোকিত শিশু ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার লক্ষই ছিলো অবহেলিত শিশুদের শিক্ষাদানে কাজ করা। আমরা আমাদের লক্ষ পূরণে নিরন্তর কাজ করব যাচ্ছি। এই যাত্রায় এবার স্পর্শিয়া যুক্ত হলেন। একজন সেলিব্রেটি হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকে স্পর্শিয়া তার প্রতিষ্ঠানের দশ পার্সেন্ট এখানে ডোনেট করবে। স্পর্শিয়ার এ উদ্যোগ দেখে অনেক তারকা সেলিব্রেটিরাই এ পথে আসতে উতসাহ পাবে। এতে করে অবহেলিত এক শ্রেণির শিশুরা শিক্ষা লাভ করতে পারবে।

Leave a Reply

Translate »