আইকোনিক ফোকাস ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত মৌসুম মাঝপথে থামিয়ে দেওয়া হয়। যদিও পরে ম্যাচগুলো আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে করোনাভাইরাস যে পেশাদার ক্রিকেটের দৃশ্যপট বদলে দিয়েছে সেটা বোঝার বাকি নেই।
শুধু আইপিএল নয়, আইসিসির বৈশ্বিক আসরেও প্রভাব ফেলে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে, সেটিরও ভেন্যু পাল্টে হয়ে যায় ওমান ও আরব আমিরাত।
তবে সাম্প্রতিক সময়ে ভারতে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় আসন্ন আইপিএল দেশটিতে আয়োজনের আশা দেখছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘আমি মনে করি খারাপ সময় অতিক্রম করে ফেলেছি আমরা। আশা করি সামনের বছর ভারতে ফেরাতে পারব আইপিএল। সত্যি বলতে অন্য দেশে আইপিএল হলে সেটা নিজেদের মনে হয় না। আইপিএল শুধুই ভারতের।