সৌমিত্রকে নিয়ে বাড়ছে আশঙ্কা।

 

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টায় মেডিক্যাল বুলেটিনে অরিন্দম কর বলেন—সকাল থেকে ইন্টারনাল ব্লেডিং বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল সৌমিত্রবাবুর। সেই রক্তক্ষরণ এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রক্তক্ষরণ ঠিক কোথা থেকে হচ্ছে, তা বুঝতে সিটি এনজিওগ্রাফি করা হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পোস্ট সিটি এনজিও ডায়ালাইসিস করা হয়। কীভাবে রক্তক্ষরণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়, সেই চেষ্টা করছি।

সৌমিত্র চ্যাটার্জির আচ্ছন্নভাব কোনোভাবে কাটছে না। অক্সিজেনও চলছে আগের মতোই। কিন্তু কোনোভাবে উন্নতি হচ্ছে না তার। বিষয়টি উল্লেখ করে অরিন্দম কর বলেন—২৫-২৭ দিন হয়ে যাচ্ছে, কিন্তু নিউরজিক্যাল সমস্যাটাই বেশি করে ভোগাচ্ছে। কোনোভাবেই আচ্ছন্নভাব কাটছে না। আর এটি মনে হচ্ছে তার স্বাস্থ্যের উন্নতি না হওয়ার কারণ। ৮৫ বছরে কো-মর্বিডিটি নিয়ে লড়ছেন। কিন্তু মনে হয়, খুব বেশি আশা করা যাবে না।

করোনা সংকটের কারণে দীর্ঘ দিন টলিউড ফিল্মইন্ডাস্ট্রির শুটিং বন্ধ ছিল। সতর্কতা মেনে সম্প্রতি শুটিংয়ের অনুমতি মেলে। যথাযথ সুরক্ষা মেনে শুটিংয়ে ফিরেছিলেন সৌমিত্র। নিজেকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের শুটিং করছিলেন। এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন। গত ৬ অক্টোবর এই শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য

সাতদিনের সেরা

Leave a Reply

Translate »