এ দেশে মেয়েদের আইপিএলে প্রতিনিধিত্ব করাটা ভাগ্যের ব্যাপার: সালমা খাতুন

 বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে সালমা খাতুন বলেন, এমন একটা বড় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করাটা ভাগ্যের বিষয়। খুবই ভাল লাগছে। এখানে নবীন ক্রিকেটারদের কাছে থেকে অনেক সম্মান পাচ্ছি।

তিনি আরও বলেন, আমি কখনো আরব আমিরাতে খেলিনি। তাই এখানকার মাঠ সম্পর্কে আমার তেমন ধারণা নেই। তাই প্রথমে উইকেট এবং বাউন্ডারির আকারটা ভালেভাবে দেখে নিতে হবে যা আমার ব্যাটিং ও বোলিংয়ের সময় কাজে দিবে।

সালমা খাতুন ছাড়াও মেয়েদের আইপিএলে খেলছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম। গত আসরে ভেলোসিটির হয়ে খেলা এই পেসার এবারও আছেন একই দলে।

এবছরও তিনটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে উইমেন টি-২০ চ্যালেঞ্জ বা মেয়েদের আইপিএল। আগামী ৯ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

Leave a Reply

Translate »