সৌদি লিগের সেরা একাদশে নেই রোনালদো

আইকোনিক ফোকাস ডেস্কঃ মরুর বুকে প্রথম মৌসুম শেষ করেছেন, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ মৌসুমে দলগতভাবে কোনো অর্জন নেই সিআর সেভেনের। সৌদি  লিগে শীর্ষ দুইয়ে থেকে শেষ করেছে তার দল আল নাসর। পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। এ ছাড়া কিংস কাপ ও সুপার কাপে সেমিফাইনাল থেকেই শেষ হয়েছে তার দলের শিরোপা স্বপ্ন।

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

দলের শূন্যতার সীমাহীন বাস্তবতায় ব্যক্তিগত অর্জনেও নেই রোনালদোর নাম। সৌদি লিগের মৌসুম সেরা একাদশেও ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ তারকার কোনো প্রভাব নেই। পর্তুগিজ ফরোয়ার্ডের জায়গায় একাদশে স্থান পেয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওডিওন ইঘালো। আল হিলালে খেলেন ৩৩ বছর বয়সী ইঘালো।

একাদশে আল ইত্তেহাদের সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় রয়েছে। আর রোনালদোর দল থেকে জায়গা পেয়েছেন দুইজন।

গত বছরের আগস্টে শুরু হয়েছিল সৌদি প্রো লিগ। আর চলতি বছরের শুরুতেই আল নাসরে যোগ দেন রোনালদো। গত ২২ জানুয়ারি প্রথমবারের মতো লিগে খেলতে নামেন তিনি। এ কারণে ৩০ ম্যাচের লিগে সুযোগ পান মাত্র ১৬ ম্যাচে।

Leave a Reply

Translate »