সৌদির প্রথম নারী সেনা দল

নতুন ইতিহাস গড়লেন সৌদি নারীরা। সেনাবাহনীতেও এখন থেকে পুরুষদের পাশাপাশি তাদের দেখা যাবে।

নারী সেনাদের প্রথম বেচের ক্যাডেটরা তাদের প্রশিক্ষণ শেষ করেছেন। বুধবার (১ সেপ্টেম্বর) তারা ১৪ সপ্তাহের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। খবর সৌদি গেজেটের।

সৌদি সেনাপ্রধান জেনারেল ফায়াদ আল-রুয়াইলি বুনিয়াদি প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে নারী ক্যাডেটদের মধ্যে সনদ বিতরণ করেন।

এ বছরের ৩০ মে থেকে তারা ওই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন।  সেনাবাহিনীর শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মেজর জেনারেল আদেল আল-বালাবি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সফলভাবে নারীরা তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

প্রশিক্ষিত এসব নারী সেনা সদস্যের প্রয়োজনীয় স্থানে নিযুক্ত করা হবে।  নারী সেনাদের প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কমান্ডার সার্জেন্ট সুলাইমান আল-মালিকি ছাড়াও সৌদি সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Translate »