আইকোনিক ফোকাস ডেস্কঃ রাত পোহালেই সোমবার ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এবারের ব্যালন ডি’অর জয়ীদের তালিকায় রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার করিম বেনজেমা সবচেয়ে এগিয়ে আছেন। গত মৌসুমটা তিনি দুর্দান্ত কাটিয়েছেন। বেনজেমার হাতেই যে এবারের ব্যালন ডি’অর উঠছে- এ বিষয়ে ফুটবলবোদ্ধাদের কোনো সন্দেহেই নেই।
২০২১-২২ মৌসুমে ৪৬ ম্যাচে ৪৪টি গোল করেছেন বেনজেমা। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ১৫টি গোল এবং দুটি হ্যাটট্রিক করেছেন। গত মৌসুমে তিনি রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপা এনে দিয়েছেন। এমন আলো ঝলমলে পারফরম্যান্সের সুবাদে গত অগাস্টে উয়েফার সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান বেনজেমা। এছাড়া জাতীয় দলকে উয়েফা নেশন্স লিগ শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।