চুল পড়া কমাতে ৫ উপাদান

আইকোনিক ফোকাস ডেস্কঃ শীতকালে ত্বক বেশি শুষ্ক হয়ে যায়। এ সময়ে চুল পড়ার প্রবণতাও বেড়ে যায় কয়েকগুণ। তাই চুল পড়া রোধে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। এ সমস্যায় ৫ প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুল পড়া কমাতে পারেন।

মিষ্টি কুমড়ার বীজের তেল
শীতে চুলের রুক্ষতা দূর করতে মিষ্টি কুমড়ার বীজের তেল নিয়মিত ম্যাসাজ করলে চুল পড়া কমে এবং বাড়বে চুলের বৃদ্ধি।

মেথি
আয়রন ও প্রোটিন সমৃদ্ধ মেথি চুল মসৃণ ও ঝলমলে করে। মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান। চাইলে একটি ডিমের কুসুম মিশিয়ে নিতে পারেন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

আমলকী
আমলকীর গুঁড়া বিভিন্ন হেয়ার প্যাকে মিশিয়ে তা ব্যবহার করতে পারেন। নারকেল তেল হালকা গরম করে তাতে আমলকী ছেঁচে দিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন এই তেল।

সবুজ আপেল
আপেলে থাকা আয়রন, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ও বিভিন্ন ভিটামিন চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। চুলের গোড়ায় সবুজ আপেল পেস্ট করে লাগান। ভেষজ শ্যাম্পু দিয়ে আধা ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।

পেঁয়াজের রস
চুলের গোড়ায় সরাসরি পেঁয়াজের রস লাগান। ১৫ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন। চুলের গোড়া মজবুত হবে।

Leave a Reply

Translate »