আইকোনিক ফোকাস ডেস্কঃ যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালকে হারানোর পর এবার দ্বিতীয় ম্যাচে কুয়েতকে ২২৭ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৮৫ রানের জুটি গড়েন অপর ওপেনার মাহফিজুল এবং আইচ মোল্লা। মাহফিজুল খেলেন ১১৯ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস। শেষ দিকে মেহরবের ২৪ বলে ৪২ রানের ব্যাটিংয়ে ৪৯.২ ওভারে ২৯১ রান তুলে অল-আউট হয় বাংলাদেশ।
কুয়েতের হয়ে ৪০ রানে ৩ উইকেট নেন আব্দুল সাদিক। ২টি করে উইকেট নিয়েছেন মুহাম্মদ উমর এবং হেনরি থমাস।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ছয় ওভারে মাত্র ৭ রান তুলতেই ৩ উইকেট হারায় কুয়েত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৪ রান। সেখান থেকে অষ্টম উইকেটে ২৭ রান যোগ করেন অধিনায়ক-ওপেনার মিত ভাবসার ও মির্জা আহমেদ। এ জুটির কল্যাণে ৬০ পেরোয় কুয়েতের সংগ্রহ। মিত করেন ৪০, মির্জার ব্যাট থেকে আসে ১১ রান। এছাড়া বাকি কেউই দুই অঙ্কে যেতে পারেননি।