সুস্বাদু দই ইলিশ রেসিপি

আইকোনিক ফোকাস ডেস্কঃ রসনা বিলাসে ইলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য উপকারিতাও রয়েছে ইলিশের । হৃদরোগ, বাত, চোখের সমস্যা, ফুসফুসের সমস্যা, অবসাদ ইত্যাদি সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা রয়েছে ইলিশের।

দই ইলিশ উপকরণ:

  • ইলিশ মাছ ১ কেজি 
  • পেঁয়াজ ২টি মিহি করে কুচোনো 
  • রসুন ৬-৭ কোয়া
  • বাটা আদা ১ ইঞ্চি মতো
  • বাটা কাঁচালঙ্কা ৩-৪টে
  • আস্ত দই ২০০ গ্রাম
  • নুন স্বাদ অনুযায়ী  চিনি ১ চামচ (যাঁরা মাছে মিষ্টি পছন্দ করেন না, দেবেন না কিন্তু একটু মিষ্টি দিলে ভালই লাগে)
  • হলুদ ১ চা চামচ
  • লাল লঙ্কা গুঁড়ো ১ চামচ
  • সরষের তেল ৪ বড় চামচ (যাঁরা তেল কম পছন্দ করেন তাঁরা দু চামচ দেবেন) 

দই ইলিশ প্রণালি:

  • মাছ টুকরো করে নিন (মাথাটা দেবেন না)।
  • এবারে মাছে সমস্ত মশলা, দই, নুন মাখিয়ে ঘন্টা খানেক রেখে দিন।
  • পরে কড়ায় তেল চড়িয়ে তেল গরম হলে, পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন, এবং ভাজা মাছ দিয়ে দিন।
  • সামান্য জল দেবেন, কারণ ইলিশমাছ রান্না হতে সময় কম লাগে।
  • মিনিট পাঁচেক ফুটিয়ে নামিয়ে নিন।
  • সাদা ভাতের সাথে পরিবেশন করুন।

Leave a Reply

Translate »