সুস্থ হলেও পরবর্তী ৫ বছর পর্যন্ত সমস্যা হতে পারে করোনা রোগীর!

মহামারি রূপ ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে শনাক্ত হয়েছে এই ভাইরাসের উপস্থিতি।

এতে এখন পর্যন্ত (মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত) বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৬৪ হাজার ৮ শতাধিক মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ১১ হাজার শতাধিক মানুষের।
এখন পর্যন্ত এই ভাইরাসের কবল থেকে সুস্থ হয়েছে ৯ লাখ ২২ হাজার ৫৮০ জন।

করোনা শুরুতে গলা, শ্বাসনালীগুলো এবং ফুসফুসের কোষে আঘাত করে এবং সেসব জায়গায় করোনার কারখানা তৈরি করে। পরে শরীরের বিভিন্ন জায়গায় নতুন ভাইরাস ছড়িয়ে দেয় এবং আরো কোষকে আক্রান্ত করে।

তবে যারা সুস্থ হয়েছেন তাদের অনেকেরই দীর্ঘমেয়াদি বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে।
যদিও দীর্ঘমেয়াদি উপাত্ত না থাকায় এ ব্যাপারে নিশ্চিতভাবে বলা কঠিন। তবে বিশেষজ্ঞরা অন্যান্য রোগের চিকিৎসার অভিজ্ঞতা থেকে বলছেন, শ্বাসতন্ত্রের রোগের ফলে ফুসফুসের ক্ষতি হতে পারে।

কার্ডিফ ও ভেইল বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট পল টোজ বলেছেন, আমাদের হাতে এমন উপাত্ত আছে যা থেকে বলা যায়, এ ধরণের রোগীর হয়তো পরবর্তী পাঁচ বছর ধরে শারীরিক-মানসিক সমস্যা হতে পারে।

এমন সম্ভাবনা আছে যে মৃদু উপসর্গ দেখা দেওয়া রোগীদেরও অবসন্নতার মতো দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা হতে পারে।

সূত্র: বিবিসি বাংলা

Leave a Reply

Translate »