আইকোনিক ফোকাস ডেস্কঃ নিয়মিত ব্যবহার না করলেও থ্রেডস অ্যাকাউন্ট সচল রাখতে হচ্ছে ব্যবহারকারীদের। কারণ, thread account মুছতে গেলেই ব্যবহারকারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এ সমস্যা সমাধানে এবার সহজে thread মুছে ফেলার সুযোগ চালু করতে যাচ্ছে মেটা।
মেটার পণ্য বিভাগের প্রধান গোপনীয়তা কর্মকর্তা মিশল প্রোটি জানিয়েছেন, থ্রেডস অ্যাপের অ্যাকাউন্ট আলাদাভাবে মুছে ফেলার সুযোগ চালুর জন্য কাজ চলছে। এ সুবিধা চালু হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কোনো ক্ষতি না করেই thread মুছে ফেলা যাবে। ডিসেম্বর মাসে এ সুবিধা চালু করা হতে পারে। তবে এ সুবিধা অ্যান্ড্রয়েড, আইওএস না ওয়েব সংস্করণে পাওয়া যাবে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
আরও পড়ুন ঃঅ্যাপ ছাড়া ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করার উপায়
উল্লেখ্য, থ্রেডস অ্যাপ চালুর পর ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছিলেন, থ্রেডস ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, তাই এ মুহূর্তে থ্রেডসকে একই অ্যাকাউন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে আলাদাভাবে thread মুছে ফেলার পদ্ধতি চালু করা হতে পারে।