সিনেমা ‘দামাল’ দেখে যা বললেন প্রতিমন্ত্রী পলক

আইকোনিক ফোকাস ডেস্কঃ শুক্রবার (২৮ অক্টোবর) সারাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দামাল’ সিনেমাটি। মুক্তির পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছে ছবিটি। মূলত, ছবিটি একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। আর সব দর্শকের মতোই মঙ্গলবার (১ নভেম্বর) পরিবার নিয়ে সিনেমাটি দেখেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন প্রতিমন্ত্রী পলক ও তার পরিবার। সিনেমাটি দেখার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির প্রশংসা করে পোস্টও করেন তিনি।

তিনি লেখেন, ‘৫২ বছর আগে দামাল ছেলেরা যখন খেলেছিল তখন তাদের নিজেদের একটা দেশ ছিল না, মানচিত্র ছিল না, পতাকা ছিল না। দেশের জন্য তারা খেলেছিল জীবন দিয়ে। আজ আমাদের স্বাধীন দেশ আছে, মানচিত্র আছে, লাল সবুজের পতাকা আছে। দেশের জন্য আজ আর আমাদের জীবন দিতে হবে না। শুধু হৃদয় দিয়ে খেলাটা খেললেই হবে।’

তিনি আরও লেখেন, ‘সপরিবারে দামাল সিনেমাটি দেখলাম। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের জন্য ফুটবল খেলা।

Leave a Reply

Translate »