আইকোনিক ফোকাস ডেস্কঃ ২৩ সেপ্টেম্বর আজ, যা সিঙ্গেল দিবস নামে পরিচিত। এই দিনটির প্রচলনটি কারেন রিড নামের একজন ব্যক্তি শুরু করেন। শুরুতে, প্রথম জানুয়ারি মাসে এটি পালন করা হতো। পরবর্তীতে, ২০১৭ সাল থেকে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনে যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়। চীনে এটি পালন করা হয় ১১ নভেম্বর মাসে।
প্রেমিকদের জন্য ভালোবাসা দিবসসহ নানান দিন আছে। যাদের এখনো সিঙ্গেল, তারা এই সমস্ত দিনগুলির সাথে মন খারাপ করেন না, তা মনে রাখতে ব্যাপারটি। একা থাকার সবচেয়ে বড় সুবিধা হলো নিজের সাথে মনোনিবেশ করতে পারা। নিজের ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পাশাপাশি, নিজের কাজে পর্যাপ্ত সময় দেওয়া যায়।
অনেকে সচ্চাই, অন্যকে ভালোবাসতে আগে নিজেকে ভালোবাসতে হলে। একা থাকলেও, নিজেকে বেশি ভালোবাসা সম্ভব। নিজের সাথে সাক্ষরভাবে সম্মেলন করা যায়।
আরও পড়ুন ঃসফল মানুষদের গোপন ৭ টি অভ্যাস
আজকের দিনটি তাদের জন্যই – একাকিত্বের দুঃখ ভুলে, আজ সময় নিজের জন্য কাটাতে পারেন। পছন্দের স্থানে যেতে পারেন, নিজের চায়ের জিনিস কিনতে পারেন, যা আগে সেননি সেটি কিনতে পারেন। অথবা অন্যকোন উপহার নিতে পারেন নিজেকে উপহার দেওয়ার মাধ্যমে। পছন্দের রেস্তোরাঁয় গিয়ে একটু ভালো খাবার খেতে পারেন আজ।