সামনে আসছে ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত

আইকনিক ফোকাস ডেস্কঃ করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি সব অফিস অর্ধেক জনবল দিয়ে চালানোর নির্দেশনাসহ নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা দেবে। এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে গত ১৩ জানুয়ারি ১১টি বিধিনিষেধ আরোপ করা হয়। পরে ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ ৬টি নির্দেশেনা দেওয়া হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৬ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

Leave a Reply

Translate »