আইকোনিক ফোকাস ডেস্কঃ ইংল্যান্ড দল উড়ছিল। সে সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশাও তাদের।ঘরের মাঠের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাই অতিথিই হয়ে থাকতে হলো ইংল্যান্ডকে। ১৮ জুনের সে ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হয়েছে ভারত।
বহু কাঙ্ক্ষিত সে ফাইনালের আগে নিউজিল্যান্ড নিজেদের শক্তি পরখ করে দেখল ইংল্যান্ডের সঙ্গেই। এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। এতে সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হারল ইংলিশরা।
ম্যাচটা তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারত। গতকাল ৮৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। আর ১৮ রান তুলতে ২ উইকেট হারিয়ে ফেলার পর তো ইনিংস ব্যবধানে হারার শঙ্কাও জেগেছিল। মার্ক উড ও ওলি স্টোন মিলে ৪৪ রানের জুটি না গড়লে কালই হয়তো ম্যাচ শেষ হয়ে যেত। পরে ৯ উইকেটে ১২২ রান তুলে দিন শেষ করেছিল স্বাগতিক দল।
দুই ইনিংস মিলিয়ে বোল্ট ও ম্যাট হেনরি ৬ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের টপ অর্ডারের তিনজনকেই আউট করায় ম্যাচ সেরা হয়েছে হেনরি। অবশেষে পরাজিত হলেন ইংল্যান্ড ও জয় ছিনিয়ে নিলেন নিউজিল্যান্ড।