সাকিব আল হাসানের জীবনী নিয়ে সিনেমা বানাতে চান নির্মাতা সৃজিত মুখার্জি

আইকোনিক ফোকাস ডেস্কঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনী নিয়ে সিনেমা বানাতে চান টালিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। বুধবার (৮ ডিসেম্বর) স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন সৃজিত। সেখানেই এমন ইচ্ছার কথা প্রকাশ করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই পরিচালক।

সৃজিত মুখার্জি বলেন, ‘সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণের ইচ্ছা রয়েছে। তাকে নিয়ে এখনো কোনো চলচ্চিত্র কেন হয়নি সেটাই ভাবছি। তিনি এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এতদিনে তার বায়োপিক নির্মাণ নিয়ে হুড়োহুড়ি লেগে যাবে! তিনি যদি বায়োপিক নির্মাণে আগ্রহী হন, তবে অবশ্যই তা আমার বানানোর আগ্রহ রয়েছে।

বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঢাকা টেস্টে সাকিবের ব্যাটিংয়ের একটি ছবি দিয়ে সৃজিত লিখেন, ‘সাকিব- আমাদের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার।’

যদিও এখন সেরা ছন্দে নেই সাকিব। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে স্রোতের বিপরীতে অবশ্য কিছুটা সময় লড়েছেন। ফিরেছেন ৩৩ রানে। তবে তার পুরো ক্যারিয়ারটাই সাফল্যে মোড়ানো।

Leave a Reply

Translate »