সাকিবের যে কারণে ৬ উইকেট প্রয়োজন

আইকোনিক ফোকাস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ মাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ।  মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪ টায় শুরু হবে ম্যাচ। এই সিরিজ শুরু হওয়ার আগে দুটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে অলরাউন্ডার সাকিব আল হাসান।  এই সিরিজেই রেকর্ড দুটি ছুঁয়ে ফেলার দারুণ সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বিশ্ব সেরা অলরাউন্ডার।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে এমনিতেই সাকিবের ব্যাট হাসে।  ঘুর্নিতেও কিউই ব্যাটসম্যানদের ফাঁদে ফেলায় জুড়ি নেই তার।  এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৩৮.৭৮ গড়ে করেছেন ১৪৭৪ রান।  বল হাতে সমসংখ্যক ম্যাচে নিয়েছেন ৬৫টি উইকেট।

 

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেরা বোলিং ৩৬ রানে ৭ উইকেটও নিয়েছেন কিউইদের বিপক্ষে।  এবার সেই প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে অনন্য দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডার।

 

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ১২ হাজার ২৫১ রান ও ৫৯৪টি উইকেট শিকার করেছেন সাকিব।  বল হাতে নিয়েছেন ৫৯৪টি উইকেট।  এই সিরিজে ৬ উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট পূরণ হবে তার।

 

শুধু তাই নয়, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে একইসঙ্গে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের রেকর্ড গড়বেন তিনি।  যা করতে পারেননি ক্যালিস, আবদুর রাজ্জাক, জয়সুরিয়াদের মতো বাঘা বাঘা অলরাউন্ডাররাও।

 

এদিকে সিরিজের পাঁচ ম্যাচে ৬ উইকেট নিতে পারলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন সাকিব।  বর্তমানে ১০৭ উইকেট নিয়ে সবার ওপরে লাসিথ মালিঙ্গা।  বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে শত উইকেট নেওয়া সাকিবের শিকার ১০২টি।

Leave a Reply

Translate »