আইকোনিক ফোকাস ডেস্কঃ হিন্দুদের মহাদেবতা শিবকে অবমাননা করায় সাইফ আলি খানের ‘তান্ডব’ কে বয়কট করার ঘোষনা দেন মহারাষ্ট্রের ঘাটকোপারের বিজেপির বিধায়ক রাম কদম। এছাড়াও এই সিরিজে মূল চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রা সাইফ আলি খানকে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন রাম কদম।
গত ১৫ জানুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। তার সঙ্গে রয়েছেন ডিম্পল কাপাডিয়া, মুহম্মদ জিসান আয়ুব, সুনীল গ্রোভার, তিগমাংশু ধুলিয়া, কুমুদ মিশ্রের মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।
রাম কদম বলেছেন, ভবিষ্যতে হিন্দু ধর্ম বা দেবদেবতা নিয়ে এই ধরনের অবমাননাকর কিছু করলে প্রকাশ্যে জুতোপেটা করা হবে। বিতর্কিত ওই অংশ বাদ না দেওয়া পর্যন্ত বিজিপি এই সিরিজ বয়কট করবে বলেও ঘোষণা করেন কদম।
ভবিষ্যতে এই ধরনের সিনেমা বা সিরিজ তৈরি হলে প্রকাশ্য রাস্তায় ‘জুতোপেটা’ করার হুমকি দিয়ে কদম বলেন, ‘বলিউডের উচিত মন দিয়ে শোনা। আমাদের ভাবনা আর আবেগকে যদি এভাবে বার বার আঘাত করা হয়, তা হলে মাঝ রাস্তায় আপনাদের জুতো দিয়ে পেটানো হবে।’
কদম প্রশ্ন তুলেছেন, ‘বার বার সিনেমা এবং ওয়েব সিরিজে কেন হিন্দু দেবদেবীদের অসম্মান করা হবে। সর্বশেষ উদাহরণ ‘তাণ্ডব’। আবারও এমন একটি সিরিজের কেন্দ্রবিন্দুতে সাইফ, যা হিন্দু ভাবাবেগকে আঘাত করেছে।’
মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ঘাটকোপার থানায় অভিযোগ দায়ের করেছেন কদম। তার জেরে বান্দ্রায় করিনা কাপুর খানের বাড়ির সামনে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখে এই ওয়েব সিরিজ নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ মনোজ কোটাক।
সিরিজের ওই অংশ বাদ দেওয়ার দাবি জানিয়ে রায় কদম বলেন, ‘সিরিজের পরিচালক আলি আব্বাস জাফরকে ছবির ওই অংশ বাদ দিতে হবে। যেখানে মহাদেব শিবকে নিয়ে হাসিঠাট্টা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে বিজেপি ‘তাণ্ডব’কে বয়কট করছে।’