সম্প্রতি বিশ্ব রেকর্ড গড়ল অলকা ইয়াগনিক

আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। হিন্দি-বাংলাসহ আরও অনেক ভাষায় হাজারো গান গেয়েছেন তিনি। এখন পর্যন্ত প্রায় এক হাজার ছবির গানে কণ্ঠ দিয়েছেন ভারতীয় এই গায়িকা। সম্প্রতি বিশ্ব রেকর্ড গড়ল অলকা ইয়াগনিক।

কালের আবর্তনে এতটুকু জনপ্রিয়তা কমেনি ৫৬ বছর বয়সী জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর। ২০২২ সালে এসেও তার গান শুনছেন শ্রোতা দর্শকরা। ব্ল্যাক পিঙ্ক, ক্রেজ বিটিএস ও টেলর সুইফদেরকেও ছাড়িয়ে গেছেন তিনি। অন্তত ইউটিউবের হিসেব অনুযায়ী সেই ধারণাই পাওয়া যাচ্ছে।

২০২২ সালে ইউটিউবে সবচেয়ে বেশি শোনা হয়েছে অলকার গান। আর এতেই বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য জানায়, বিশ্বজুড়ে গড়ে প্রতিদিন ৪২ মিলিয়নবার শোনা হয়েছে এই কণ্ঠশিল্পীর গান। গেল বছর ১৫ দশমিক ৩ বিলিয়নবার স্ট্রিমিং হয়েছে অলকার গান। এ জন্য অলকাকে বলিউডের ‘আইকনিক কণ্ঠ’ আখ্যায়িত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

Leave a Reply

Translate »