আইকোনিক ফোকাস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট দলের বাইরে ছিলেন শরিফুল ইসলাম। রিহ্যাব শেষে সুস্থ হয়ে উঠেছিলেন, রঙিন পোশাকের সিরিজের জন্য দেশের মাঠে পূর্ণ ছন্দে প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি।
অ্যান্টিগা টেস্ট শেষ হওয়ার দিন আচমকাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ফোন এই বাঁহাতি পেসারের কাছে। উদ্দেশ্য, উইন্ডিজদের বিপক্ষে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের দলে সুযোগ দেওয়া হয়েছে শরিফুলকে। সেই ফোনের একদিন পরেই আজ (২০ জুন) সন্ধ্যায় দ্বীপরাষ্ট্রটির উদ্দেশে উড়াল দিচ্ছেন টাইগার এই পেসার।
ক্যারিবীয়ান দেশটির উদ্দেশে উড়াল দেওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হোন শরিফুল। যেখানে তার কাছে জানতে চাওয়া হয়, ইনজুরি থেকে ফিরে উইন্ডিজ সিরিজের দলে খেলার জন্য কোনো মানসিক প্রস্তুতি ছিল কি না। তার উত্তরে শরিফুল জানিয়েছেন, আগের দিন সভাপতির ফোনের পর অন্যকিছু আর ভাবেননি তিনি।