শিগগিরই স্কুলে যেতে পারবে আফগানিস্তানে মেয়েরা

আইকোনিক ফোকাস ডেস্কঃ আফগানিস্তানে মেয়েরা শিগগিরই স্কুলে যেতে পারবে বলে জানিয়েছে ক্ষমতাসীন তালেবান। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তালেবান তাদের নতুন মন্ত্রিসভার বাকি পদগুলোর নাম জানিয়েছে। জানা গেছে, পুরো মন্ত্রিসভায় কোনো নারী স্থান পাচ্ছেন না, বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে স্পষ্ট।

 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মন্ত্রিসভার বাকি পদগুলো সম্পর্কে ঘোষণা দেন। যদিও এ ব্যাপারে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। সেখানেই জাবিউল্লাহ মুজাহিদ মেয়েদের স্কুলে যাওয়ার বিষয়ে বলেন, ‘আমরা সবকিছু চূড়ান্ত করছি…এটি যত দ্রুত সম্ভব ঘটবে।

 

গত সপ্তাহে স্কুল খোলার ঘোষণা দেয় তালেবান। তবে শুধু ছেলেদের স্কুল খোলার সিদ্ধান্ত দেয় তারা এবং স্কুলে শুধু পুরুষ শিক্ষকেরাই পাঠদান করবেন বলে ঘোষণায় বলা হয়েছিল। ওই সময় তালেবান বলেছিল, তারা মেয়েদের স্কুল খুলে দেওয়ার বিষয়ে কাজ করছে।

 

এদিকে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই কর্মজীবী নারীদের আইনশৃঙ্খলার উন্নতি না হওয়া পর্যন্ত ঘরে থাকতে বলা হয়েছে। কাবুলের মেয়র হামদুল্লাহ নোমান সরকারি নারী চাকরিজীবীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন সম্প্রতি।

 

দুই দশকের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের মধ্যে গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, এবার নারী অধিকারের প্রতি সম্মান দেখাবে তারা। তবে শরিয়াহ্ আইনের মধ্যে থেকেই তা করা হবে।

Leave a Reply

Translate »