শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে ভয়ে আছে অ্যারন ফিঞ্চ

আইকোনিক ফোকাস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে অস্ট্রেলিয়া। এ পর্যন্ত কোনো ম্যাচ না হারা পাকিস্তানকেই এ ম্যাচে এগিয়ে রাখছেন ক্রিকেট সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা। আর সে তালে একটু হাওয়া লাগালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এ বিশ্বকাপে দারুণ সময় কাটাচ্ছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। ভারতের ওপেনার রোহিত শর্মার স্টাম্প উড়িয়ে আসর শুরু করা আফ্রিদি পাঁচ ম্যাচে ঝুলিতে পুরেছেন ছয় উইকেট; যার দুটো এসেছে ভারতের বিপক্ষে। সেই শাহিন শাহ আফ্রিদিই হবেন অজিদের সবচেয়ে বড় ভয়ের কারণ। অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ বুধবার (১০ নভেম্বর) জানালেন এ কথা।

সেমিফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে ফিঞ্চ বললেন, ‘শাহিন চলতি টুর্নামেন্টের শুরু থেকেই পাকিস্তানের হয়ে দারুণ ফর্মে আছে। তবে সেটাই যে সবচেয়ে কঠিন লড়াই হবে, তা নিয়ে আমার কোনো সন্দেহই নেই।

এদিকে অস্ট্রেলিয়াকেও বেশ ভুগিয়েছেন তিনি। চার ম্যাচে আট উইকেট শিকার করেছেন তিনি। সেরা বোলিং স্পেল ৩৭ রানের বিনিময়ে ৩ উইকেট। ফিঞ্চের অস্বস্তিটা তাই মোটেও অমূলক নয়।

Leave a Reply

Translate »