শান্তময় প্রথম দিনে বাংলাদেশের রেকর্ড

আইকোনিক ফোকাস ডেস্কঃমিরপুরে বুধবার (১৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এদিন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন সকালে ৪৩ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নামবেন মেহেদী হাসান মিরাজ। সঙ্গী মুশফিকুর রহিমের রান সংগ্রহ ৪১।

ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুতেই জাকির হাসান ফিরে গেলে হয়ত চার বছর আগে সাগরিকার স্মৃতিই ফিরে এসেছিল। টেস্ট ক্রিকেটের নবীণ সদস্য আফগানিস্তানের বিপক্ষে হেরে বসেছিল বাংলাদেশ। তবে সেই দুঃসহ স্মৃতির যন্ত্রণা কাটিয়ে দিতে বেশিক্ষণ সময় নেননি নাজমুল হোসেন শান্ত-মাহমুদুল হাসান জয়ের জুটি। বয়সভিত্তিক ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে আসা দুই তারকাই ক্যারিয়ারের নানা-উত্থান পতনের সাক্ষী হয়েছেন এই স্বল্প সময়ের ক্যারিয়ারেই। 

শান্ত-জয়ের ২১২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। শান্ত দারুণ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৮ বলেই তুলে নেন অর্ধশতক। এরপরও চালিয়ে গেছেন আক্রমণাত্মক ব্যাটিং। ১১৮ বলেই পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১০২ বলে অর্ধশতক পূর্ণ করেন দলে ফেরা এই ব্যাটার।

এই জুটি ভাঙেন রহমত শাহ। দলীয় ২১৮ রানে বিদায় নেন ৭৬ রান করা জয়। ১৩৭ বলে ৯ চারে এই ইনিংস খেলেন তিনি। এরপর সাবেক অধিনায়ক মুমিনুল ক্রিজে এসে বেশিক্ষণ টেকেননি।  ১৫ রান করেই নিজাত মাসুদের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। এদিনই প্রথমবার টেস্ট খেলতে নেমে প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছেন নিজাত। প্রথম বলেই শিকার করেন জাকিরকে। আফগান বোলারদের মধ্যে সবচেয়ে আলোকিত ছিলেন তিনিই।

 

Leave a Reply

Translate »