আইকোনিক ফোকাস ডেস্কঃ ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম আলাপ আলোচনা হয়নি। যারা তার ব্যক্তিজীবন নিয়ে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো: মনিরুজ্জামান।
গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো: মনিরুজ্জামান। জিডি নম্বর ১৩২৭। বিষয়টি গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান নিশ্চিত করেছেন।
জানা গেছে, মো: মনিরুজ্জামানের করা জিডিতে যে ১৩টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো- ‘পূর্ণিয়ার খোঁজ’, ‘বড় ভাই’, ‘বদ বচন ২.০’, ‘আরজে নীরব’, ‘হাসান সাইদুল’, ‘০২০ চ্যানেল’, ‘দ্য ইয়াং ফেলো’, ‘এসকে মিডিয়া’, ‘শাবিজ গ্লাম রুম’, ‘স্বপন আহমেদ’, ‘দেশ বাংলা’, ‘ডিজিটাল বাংলাদেশ নিউজ-ডিবিএন’।